ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সরাসরি লাইভ স্কোর
ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট
![ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সরাসরি লাইভ স্কোর](https://classresultbd.com/wp-content/uploads/2023/09/ব্রাজিল-Vs-বলিভিয়া-বিশ্বকাপ-বাছাইপর্বের-খেলার-সরাসরি-লাইভ-স্কোর.webp)
ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট জানুন অনলাইন ও টিভি চ্যানেলের মাধ্যমে। ফুটবল প্রিয় সকল দর্শক সমর্থকদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এই আর্টিকেলটি, যেখানে আমরা শেয়ার করতে চলেছি আজকে অনুষ্ঠিত ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচের সরাসরি লাইভ স্কোর আপডেট। ব্রাজিল জাতীয় ফুটবল দল নিজেদের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ মধ্য আমেরিকার দেশ বলিভিয়ার বিপক্ষে। পক্ষান্তরে বলিভিয়ার জন্যেও ব্রাজিলের সাথে তাদের এই ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের প্রথম খেলা।
ব্রাজিল Vs বলিভিয়া আজকের ম্যাচ ২০২৩
আজ ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রোজ শনিবার স্থানীয় সময় রাত 9 টা এবং বাংলাদেশ সময় সকাল ৬ টা ৪৬ মিনিটে ব্রাজিল Vs বলিভিয়া ম্যাচ শুরু হবে। যা ব্রাজিলের ঘরের মাঠ এস্টাডিও এস্টাডুয়াল জর্নালিস্তা এডগার অগাস্টো প্রোয়েনসা, স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৯০ হাজারের উপর। ইতোমধ্যেই ব্রাজিল Vs বলিভিয়া ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচের সকল টিকেট মাত্র ৫০ মিনিটে শেষ হয়ে যায়।
ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট
২০২২ সালের কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল জাতীয় ফুটবল দল মাঠে নামতে চলেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে। ল্যাটিন আমেরিকা অঞ্চলের নিজেদের প্রথম বাছাই পর্বে খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে বলিভিয়া। বর্তমান ফিফা রাঙ্কিং অনুসারে ব্রাজিল ৩ নম্বর এবং বলিভিয়া ৮৩ নম্বরে অবস্থান করছে, যা থেকে এটা পরিস্কার যে, প্রতিপক্ষ বলিভিয়া’এর থেকে ব্রাজিল অনেক এগিয়ে থেকেই মাঠে নামবে। এর আগে ব্রাজিল ও বলিভিয়া নিজদের মাঝে মোট ৩২ বার মোকাবেলা করে।
যেখানে মুখোমুখি পরিসংখ্যানে অনেক বেশি এগিয়ে ব্রাজিল, তাদের জয় ২৩টি ম্যাচ, অন্যদিকে বলিভিয়ার জয় ৫টি ম্যাচে (বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে)। আজকের ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট নিয়ে উপস্থিত থাকবো আমরা এখানে। যেখানে ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্ব ২০২৬ খেলার প্রথমার্ধের কিক আপ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধে কিক আপ পর্যন্ত পুরো ৯০ মিনিট খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট জানানো। যাতে করে ব্রাজিল Vs বলিভিয়া ম্যাচের কোন মুহূর্তও যেন বাদ না যায়, তার জন্য খেলার প্রতিটি অংশের ধারাভাষ্য তুলে ধরা হবে।
Brazil 5 – 1 Bolivia (Rodrygo 24′, 53, Raphinha 47′, Neymar 61′, 90+3′)
ব্রাজিল বনাম বলিভিয়া আজকের ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভিতে দেখায় উপায়
আমরা সকলেই জানি যে, ব্রাজিল জাতীয় ফুটবল দলের নান্দনিক ও শৈল্পিক ছন্দময় ফুটবলের জন্য তারা পুরো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। তাই যখন, যেখানে প্রিয় দল ব্রাজিলের খেলা হোক না কেন তা যদি মাঠে বসে দেখা নাও যায় তাহলে জানতে হবে ব্রাজিল বনাম বলিভিয়া আজকের ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভিতে দেখায় উপায়।
২০২৬ সালের (যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো) ফিফা বিশ্বকাপের ২৩ তম আসরকে সামনে রেখে বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল বনাম বলিভিয়া আজ মাঠে নামছে। দক্ষিণ এশিয়ার দর্শকেরা এই ম্যাচটি ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস-৩ ও অনলাইনে সনি লাইভ অ্যাপস এবং ফেসবুক ইউটিউব লাইভের মাধ্যমে বসে বসে উপভোগ করতে পারবে। উল্লেখ্য যে, ব্রাজিল বনাম বলিভিয়ার আজকের ম্যাচের লাইভ লিংক উপরের অংশে প্রদান করা হয়েছে।