Festivals

ঈদে বাড়ি না যাওয়ার বা বাড়ি না ফেরার কষ্টের স্ট্যাটাস, পোস্ট, ক্যাপশন ২০২৩

ঈদে বাড়ি না যাওয়ার কষ্টের স্ট্যাটাস, মেসেজ, এসএমএস, পোস্ট, ক্যাপশন ২০২৩

ঈদে বাড়ি না যাওয়ার বা বাড়ি না ফেরার কষ্টের স্ট্যাটাস, পোস্ট, ক্যাপশন ২০২৩ দেখুন এখানে থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, সকলকে ঈদের অনেক, অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই আর্টিকেলটি। যেখানে আমরা তুলে ধরতে চলেছি ঈদে বাড়ি না যাওয়ার বা বাড়ি না ফেরা মানুষদের কষ্টের কিছু কথা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি কিন্তু সেই ঈদ যদি হয় বাড়ি না ফেরার তবে কষ্টের সীমা থাকে না। কারণ ঈদের আনন্দ ভাগ করে নিতে হয় বাড়ির অর্থাৎ পরিবারের মানুষদের সাথে। কিন্তু সেই কাছের পরিবার যখন বাড়ি না ফিরার কারণে পাশে পাওয়া যায় না। তখন ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়।

ঈদে বাড়ি না যাওয়ার কষ্টের স্ট্যাটাস

নাড়ির টানে বাড়ি ফেরা একটি প্রবাদ রয়েছে! আমরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকি। কিন্তু ঈদের মাঝে নাড়ির টানে বাড়ি ফিরি। কিন্তু কখনো কখনো দেখা যায় নাড়ির টানে সেই বাড়ি ফেরার হয়না। কখনো হয়তো বা যাতায়াত ব্যবস্থার কারণে। আবার কখনো বা কাজের চাপের কারণে, কর্মস্থল থেকে ছুটি পাওয়া যায় না। এতে করে বিডিআর বাড়ি ফেরা হয় না যার কারণে ঈদের আনন্দ পূর্ণমাত্রা পায়না। তাই মাঝে মাঝে মন কেঁদে ওঠে এবং আমরা বিভিন্ন জায়গায় ঈদে বাড়ি না যাওয়ার কষ্টের স্ট্যাটাস খুঁজে থাকি। যা আমাদের ফেসবুক সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য।

বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক

ইচ্ছে ছিল অনেক এবার ঈদের সময় বাড়ি যাব কিন্তু হলো না
বন্ধু পারলাম না যেতে ঈদে বাড়ি, ইচ্ছেটা রয়ে গেল
ঈদ মোবারক

ঈদে অনেক আশা ছিল এবারের ঈদে বাড়ি যাবো
পরিবার পরিজনের সাথে আনন্দটা ভাগাভাগি করে নেব।
কিন্তু সেটা হলো না সকলের প্রতি রইল শুভেচ্ছা।
ঈদ মোবারক

সকল বন্ধুদের কে জানাই ঈদের শুভেচ্ছা
অনেক আশা ছিল তোমাদের সাথে ঈদের আনন্দটা শেয়ার করব
কিন্তু সেটা হলো না ভালো থেকো বন্ধুরা।
ঈদ মোবারক

আরও দেখুনঃ ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ

ঈদে বাড়ি না ফেরার পোস্ট, ক্যাপশন ২০২৩

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। কিন্তু যে ছেলে বা মেয়ে বাবা বা মা যেই হোক না কেন যার ঈদে বাড়ি ফেরা হয়না তার মনের অবস্থা একটু ভাবুন। বাড়ি না ফিরলে কারণে ঈদের আনন্দ অনেকটাই কমে যায়। এতে করে সে, অনেকটা একা বোধ করে। এবং পরিবার ছাড়া ঈদ অনেকটাই অপূর্ণতা থেকে যায়। তাই সচরাচর মানুষ ঈদে বাড়ি ফেরার পথ ক্যাপশন উক্তি বা বাণী অনুসন্ধান করে। যা শেয়ারের মাধ্যমে তার আশেপাশের মানুষ গুলোকে জানান দেয় ঈদে বাড়ি ফেরা অভিজ্ঞতার কথা।

ঈদের এই আনন্দ নিতে পারলাম না তোমার সাথে দেখাও করতে পারলাম না।
তবুও জানাই ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

প্রত্যেকটা ঈদেই পরিবার-পরিজনের সাথে করেছিলাম কিন্তু এবারের ঈদে তাদেরকে পাশে পেলাম না ব্যস্ততার কারণে। বাবা-মা তোমাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা

অনেক দিন হলো একসাথে ঈদ করা হয় না বাবা মা ভাই বোনের সাথে জানিনা আবার কবে এই আনন্দের ভাগাভাগি করতে পারবো। ভালো থাকুক প্রিয়জনরা। ভালো থাকুক আমার প্রিয় বন্ধু বান্ধবরা।
খুব মিস করছি সবাইকে। এই প্রথম একটি ঈদ প্রিয়জনদের ছাড়া কাটাচ্ছি। খুব কষ্ট লাগছে। দোয়া করি সবাই ভালো থাকুক।

আগের ঈদের স্মৃতিগুলো মনে পড়তেছে
আর আমার মনকে ভেঙ্গে দিচ্ছে পারলাম না
ঈদে বাড়ি যেতে তবুও জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

মনটা খুবই খারাপ ঈদে বাড়ি যেতে পারলাম না
পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দটা নিতে পারলাম না।
ঈদ মোবারক

আরও দেখুনঃ পরিবার ছাড়া ঈদের স্ট্যাটাস

বাড়ির বাহিরে থাকা ঈদের শুভেচ্ছা মেসেজ

আপনি কি এবারের ঈদ বাড়ির বাইরে থেকে করছেন, তাহলে বিশেষভাবে এই আর্টিকেলটি আপনার জন্যই। কারণ এখানে আমরা বাড়ির বাইরে থাকা মানুষদের জন্য ঈদের শুভেচ্ছা মেসেজ সাজিয়েছি। যেখান থেকে কিছু শুভেচ্ছা মেসেজ বাণী ব্যক্তি সংগ্রহপূর্বক তা আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা পরিবারের মানুষদের সাথে ভাগ করে নিতে পারেন। এদিক দিয়ে তারা যেমন আনন্দিত হবে। এবং আপনিও তাদের শুভেচ্ছা বার্তা জানিয়ে জানান দিতে পারবেন আপনার বাইরে বাইরে থাকা ঈদের অনুভূতি।

খুব মিস করছি ছোট বোনটাকে। এবারের ঈদে পারলাম না নিজের হাতে তাকে শপিংটা করে দিতে। পারলামনা তার ছোট ছোট আবদার গুলো পূরণ করতে।
বন্ধুরা এবারের ঈদে আর বুঝি হচ্ছেনা এক কাপ চায়ের সেই আড্ডা খানা। মিস করবো তোদের সকলকে। ভালো থাকিস সবাই।

সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।

শুভ ক্ষণ, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
ঈদ মোবারক

ঘনিয়ে আসতেছে ঈদের দিন ব্যস্ততা ছাড়ছে না জীবন থেকে এবারের ঈদে মনে হয় বাড়িতে যাওয়া হবে না। আমার প্রিয় বন্ধুদের সাথে ঈদ করা হবে না।সকলকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

ঈদে বাড়ি ফেরার আকুতি সবারই থাকে কিন্তু সকলের তা হয়ে ওঠে না। তাঁদের জন্যই ঈদে বাড়ি না যাওয়ার কষ্টের স্ট্যাটাস, পোস্ট, ক্যাপশন ২০২২ দিয়ে সাজানো এই আর্টিকেলটি। বাড়ির বাইরে থাকা বা বাড়িতে না ফেরা সকল মানুষের ঈদ আনন্দে কাটুক সুন্দর কাটুক এমন প্রত্যাশা সবাইকে ঈদ মোবারক।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button