News

eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন ২০২৩ নির্দেশিকা যেভাবে করেবন

eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন ২০২৩ নির্দেশিকা কি ভাবে করেবন বিস্তারিত

eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন ২০২৩ নির্দেশিকা যেভাবে করেবন জেনে নিন খুব সহজেই। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের আয়োজন নিয়ে। যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব বোয়েসেল মাধ্যমে দক্ষিণ কোরিয়া ইপিএস অনলাইন নিবন্ধন রেজিস্ট্রেশন করার পদ্ধতি। এতে করে আপনারা খুব সহজেই এবং দ্রুত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন eps.boesl.gov.bd তে। কথা না বাড়িয়ে চলুন এক এক করে জেনে নেয়া যাক ইপিএস অনলাইন নিবন্ধনের প্রক্রিয়া গুলো।

eps.boesl.gov.bd রেজিস্ট্রেশন

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড (বোয়েসেল) যা প্রতি বছর বিভিন্ন দেশে জনবল তথা শ্রমিক পাঠিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বোয়েসেল মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারির সকল ধাপ ইতোমধ্যেই শেষ হয়েছে, এবার পালা ইপিএস অনলাইন নিবন্ধন রেজিস্ট্রেশন করার। আজ ৬ জুন রোজ সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে eps.boesl.gov.bd রেজিস্ট্রেশন, যা ২দিন ব্যাপী চলে শেষ হবে ৮ই জুন, ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায়।

বোয়েসেল মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ইপিএস অনলাইন নিবন্ধন

বোয়েসেল মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ইপিএস অনলাইন নিবন্ধন আবেদন দাখিলের এই পোর্টালে আপনাকে জানায় স্বাগতম। আপনার আবেদনটি দাখিলের জন্য প্রথমে বিকাশ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ৫০০/- (পাঁচশত টাকা) রেজিস্ট্রেশান ফি জমা দিতে হবে। রেজিস্ট্রেশান ফি জমা দিলে বিকাশ থেকে একটি Transaction ID পাওয়া যাবে। এই Transaction ID টি এবং আপনার পাসপোর্ট নম্বর (কোন স্পেস ছাড়া) ইনপুট দিয়ে আপনার আবেদন শুরু করতে হবে। যদি আপনি নির্ধারিত আবেদন ফি জমা দেবার পরও বিকাশ থেকে Transaction ID না পেয়ে থাকেন, তবে বিকাশ হটলাইনে (16247) এক্ষুণি যোগাযোগ করে আপনার Transaction ID টি জেনে নিন। যেই পাসপোর্ট নম্বরের জন্য আবেদন করতে ইচ্ছুক, তার জন্য অবশ্যই নির্ধারিত আবেদন ফি পরিশোধ পূর্বক এই আবেদন শুরু করতে হবে। আপনার পাসপোর্টটির জন্য একবারের বেশি ফি প্রদান করবেন না।

BOESL বোয়েসেল দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ > আবেদন প্রক্রিয়া, নিবন্ধন ফি, বেতন

ইপিএস রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন ২০২৩ নির্দেশিকা

আমাদের মাঝে অনেকেই রয়েছে যাদের স্বপ্ন বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারির মাধ্যমে সে দেশে পাড়ি জমানো। এতে করে আমাদের প্রথমে জেনে নিতে হবে দক্ষিণ করে লটারির আবেদনে কি শর্ত প্রযোজ্য ও যোগ্যতা থাকছে। সেই এখানে জেনে নিতে হবে ইপিএস রেজিস্ট্রেশনে অনলাইন নিবন্ধন ২০২৩ নির্দেশিকা গুলো। eps.boesl.gov.bd ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে পর্যায়ক্রমেঃ

ক. সবথেকে প্রথমে, এই লিংকে ক্লিক করুন: http://eps.boesl.gov.bd
খ. একবার ওপেন হলে, “New Job Seeker Registration” বা “নতুন নিবন্ধন” বাটনে ক্লিক করুন।
গ. আপনার পাসপোর্ট নম্বর, ইমেইল ঠিকানা এবং সিকিউরিটি কোড প্রবেশ করান। তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
ঘ. আপনার নিবন্ধনের বিস্তারিত পৃষ্ঠা খুলবে। এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত দিতে হবে। আপনার সঠিক তথ্য প্রবেশ করান এবং নিবন্ধন ফরম সাবমিট করুন।
৫। এবার, নিবন্ধন ফরম জমা দেওয়ার পরে, আপনাকে আপনার ইমেইল ঠিকানায় একটি লিঙ্ক পাঠানো হবে। আপনার ইমেইল চেক করুন এবং লিঙ্কটি ফলো করুন।
৬। এবার, আপনার নিবন্ধ জন্য ভিজিট করুণ এখানে রেজিস্টেশন অনলাইন

BOESL EPS UBT Registration Link 2023 > কোরিয়া লটারি রেজিস্ট্রেশন আবেদন করুন

ইপিএস রেজিস্ট্রেশন কিভাবে করব?

এ অংশে প্রদান করা হলো ইপিএস অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন সে সকল তথ্য। এবং একই সাথে বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এক নজরে।

ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন : আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)’তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।

বিকাশ অ্যাপে বোয়েসেল অনলাইন নিবন্ধন ফি প্রদান করার নিয়ম

স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ অবস্থানরত লক্ষ যুবক অপেক্ষায় ছিল বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ এর। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ সার্কুলার বা বিজ্ঞপ্তি। এবার পালা ইপিএস অনলাইন (রেজিস্ট্রেশন) নিবন্ধন করার ক্ষেত্রে বিকাশ অ্যাপের মাধ্যমে ফ্রি প্রদান করার সঠিক নিয়মাবলী।

  • বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন
  • ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন
  • আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান
  • আপনার পেমেন্ট-এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান
  • আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিন
  • পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
  • পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফারমেশন পাবেন
  • অ্যাপে দেখে নিতে পারেন পেমেন্টের ডিজিটাল রিসিট
  • ছবির সাইজ : ৩০০ রেজুলেশন, wide: 270, hight: 347, KB 14, JPGE
  • পাসপোর্ট সাইজ : 600X403 Pixel, 60 KB, JPGE

BOESL  bkash payment method

BOESL bkash

পুরো আর্টিকেল জুড়ে আমরা তুলে ধরেছি eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন অনলাইন নিবন্ধন ২০২৩ নির্দেশিকা গুলো। যা আপনাকে সহায়তা করবে দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ এ অনলাইনে ইপিএস আবেদন সহ নানা তথ্য দিয়ে, ধন্যবাদ।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button