নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ > আবেদনের যোগ্যতা, ফি, গাইড
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ > আবেদনের যোগ্যতা, ফি, গাইড দেখুন!

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ > আবেদনের যোগ্যতা, ফি, গাইড জেনে নিন এখান থেকে। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হবে ৯ আগস্ট, রোজ বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ১০ আগস্ট, বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদন করা যাবে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩ হাজার ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে কলেজটিতে। আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, নটর ডেম কলেজকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। এর প্রেক্ষিতে গত ৬ আগস্ট নটরডেম কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশ করেন। যেখানে উল্লেখ্য করা হয়েছে নটরডেম কলেজে ভর্তিতে আবেদন যোগ্যতা, বিভাগ পরিবর্তন প্রণালী, আবেদন করার নিয়ম, ফি, লিখিত পরীক্ষার বিষয় ও আসনসংখ্যা
নটরডেম কলেজ ভর্তি যোগ্যতা
ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা : বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA 5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA 4.00। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA 4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA- 3.50 ।
আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম-১৮০০, ইংরেজি ভার্সন-৩০০, মানবিক বিভাগ-৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৬০ ।
নটরডেম কলেজ ভর্তি আবেদন ফরম পূরণ
নটরডেম কলেজে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৯ই আগস্ট দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ১৭ই আগস্ট বিকাল ৪:০০টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে।
পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের দুদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। হেলপ লাইন নম্বর : ০১৯৩৩322530, 01933322531, 01933322532, ০১৯৬৭৬০৭৭৭৭, ০১৮৪৭৬০১৬০০ (সকাল ৮:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত)।
নটরডেম কলেজ ভর্তি ফি ও গাইড PDF
অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৩৫০/- bKash এর মাধ্যমে পাঠাতে হবে। একাদশ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা নটরডেম কলেজ হতে চায়, তারা অনেকেই ভর্তি গাইড ও কোচিং করে থাকে।
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ নীতিমালা, আবেদনের নিয়ম, পয়েন্ট
ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন
আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯০০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে ( ndc.edu.bd) দেওয়া
হবে।
নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার মান বন্টন ও বিষয়সমূহ
ভর্তি পরীক্ষার বিষয়সমূহ : এসএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
- বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
- মানবিক বিভাগে পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।
- ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।
পরীক্ষাসংক্রান্ত তথ্য : পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে।
ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না।
বি.দ্র. :যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম’ পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই।