সৌদি আরব দাম্মাম আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
সৌদি আরব দাম্মাম আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : রমজানের সময় সূচি

সৌদি আরব দাম্মাম আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : সৌদি আরবের রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। আমরা জানি যে, রমজানের রোজা শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভরশীল করে, অর্থাৎ চাঁদ দেখে রোজা শুরু এবং শেষ হয়। এতে করে আমাদের চোখ সবার আগে থাকে সৌদি আরবের দিকে, কেন না সৌদির একদিন পর অনেক দেশে রোজা শুরু হয়। যাই হোক ২০২৫ সালের রমজানের রোজা চাঁদ সৌদি আরবের আকাশে দেখা গেছে ২৮ ফেব্রুয়ারি। এতে করে সেখানে প্রথম রোজা শুরু হচ্ছে ১ মার্চ, ২০২৫ তারিখ (শনিবার) হতে। এতে করে এই আর্টিকেলে তুলে ধরবো সৌদি আরবের মক্কা, মদিনা, রিয়াদ, তায়েফ, তাবুক ও জেদ্দার মতো দাম্মাম শহরের রমজানের ক্যালেন্ডার ২০২৫।
সৌদি আরব দাম্মাম আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
পুরো পৃথিবী জুড়েই প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা ১ কোটির উপরে যার মধ্যে শুধুমাত্র সৌদি আরবেই থাকে প্রায় ১৬ লাখের মতো। কারণ প্রবাসীদের শ্রম বাজারের মধ্যে সৌদি আরব উন্নতম একটি দেশ। এ দেশের বিভিন্ন শহরে বাংলাদেশী প্রবাসীদের বসবাস, যার মধ্যে দাম্মাম একটি। এই শহরটিতে প্রায় দেড় লাখের মতো বাংলাদেশী ভাইয়েরা রয়েছে, যাদের মূল কাজ বিভিন্ন বিল্ডিংয়ের। তাই পবিত্র মাহে রমজান মাস পায় এবং রোজা বা সিয়াম রাখতে হয় তখন স্থানীয় সময় অনুসারে সঠিক সময়সূচি জেনে নিতে হয়। তাই নিচের অংশ হতে জেনে নিন সৌদি আরব দাম্মাম আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫।
রমজানের সময় সূচি 2025 সৌদি দাম্মাম
আমরা জানি যে, পবিত্র মাহে রমজানে পুরো একটি মাস রোজা রাখতে হয়। যা চন্দ্র মাস হিসেবে ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। দীর্ঘ এই সময়টি ধরে সঠিক সময়ের সাথে রমজানের রোজা পালন করতে আমাদের প্রয়োজন সঠিক সময় সূচি স্থানীয় সময়ের সাথে মিল রেখে। এতে করে আপনি যদি ক্ষণ সৌদির দাম্মাম শহরে থাকেন, তাদের সেখানকার সূচি জেনে নেওয়া আবশ্যিক। কেন না আমরা জানি যে, সৌদি আরব অনেক বড় একটি দেশ, যার কারণে একেক শহরের সাথে অন্য শহরের সময়ের পার্থক্য বিস্তর। এতে করে সেভ জোনে থাকতে জেনে নিন রমজানের সময় সূচি 2025 সৌদি আরব দাম্মামের জন্য।
আরও দেখুন: রমজানের সময় সূচি 2025 শারজাহ (আজকের ইফতার ও সেহরির সময়)
সৌদি আরব দাম্মাম ইফতার টাইম ২০২৫
বিশেষ ভাবেই রমজানের শুরুর দিকে সকলে বেশি জানতে চায়, ইফতারের সময়সূচি। এতে করে আপনারা যারা এখন সৌদি আরবের দাম্মাম শহরে রয়েছেন, তাদের জানাতে চাই সেখানে আজকের ইফতার হবে সন্ধ্যে ০৫:৪১ টায়।
সৌদি আরবের সেহরির শেষ সময় দাম্মাম ২০২৫
আপনি কি জানতে চান? সৌদি আরবের দাম্মাম শহরে আজকের সেহরির শেষ সময়। তাহলে আপনি এখন সঠিক স্থানে অপেক্ষা করছেন। কেন না আমরা উপরের সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ অনুসারে জানতে পারি দাম্মামে আজকের সেহরির শেষ সময় ভোর ০৪:৪৬ টায়।