বিশ্ব বাবা দিবস নিয়ে কবিতা, বাবাকে নিয়ে ছেলে ও মেয়ের ছোট কবিতা, লেখা
বিশ্ব বাবা দিবস ২০২৩ নিয়ে কবিতা বাবাকে নিয়ে ছেলে ও মেয়ের ছোট কবিতা, লেখা
বিশ্ব বাবা দিবস নিয়ে কবিতা বাবাকে নিয়ে ছেলে ও মেয়ের ছোট কবিতা, লেখা সংগ্রহ করুন এখান থেকে। বাবা যে মানুষটি আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে পরম মমতায় ত্যাগের মহিমায় শ্রেষ্ঠত্ব জায়গা দখল করে। কারণ বাবা নামক মানুষটি প্রতিনিয়ত আমাদের জন্য করে যাচ্ছে অকান্ত পরিশ্রম। বাবা মানে যেন আগলে রাখে সবকিছু বিপদ আপদ থেকে। বাবা মানে সকল লড়াইয়ে যুদ্ধের শামিল থাকে একজন সৈনিক হিসেবে সন্তানের পাশে। বিশ্ব বাবা দিবসে সেই বাবাকে নিয়েই আমাদের এই আর্টিকেলের আয়োজন বিশ্ব বাবা দিবস নিয়ে কবিতা। বাবাকে নিয়ে ছেলে ও মেয়েদের লেখা ছোট কবিতা।
বিশ্ব বাবা দিবস নিয়ে কবিতা
আজ ১৮ই জুন, 2023 তারিখ রোজ রবিবার বাংলাদেশে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব বাবা দিবস। সংসারে সব থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করা এবং ভালোবাসার অধিভুক্ত মানুষটি হচ্ছে বাবা। যাদের মাথার উপর বাবা নামক ছায়াটি নেই, তারা অনেক অসহায় এবং তারাই অনুধাবন করতে পারে বাবার গুরুত্ব আসলে কতটুকু। তাই আজকের এই বিশেষ দিন অর্থাৎ বাবা দিবসে প্রিয় বাবাকে উৎসর্গ করে আপনারা দিতে পারেন কিছু কবিতা। তাই অংশ তুলে ধরা হলো বিশ্ব বাবা দিবস নিয়ে কবিতা, যা বাবাদের প্রতি ভালোবাসার বহিরপ্রকাশ।
বাবাকে নিয়ে ছেলে ও মেয়ের ছোট কবিতা
প্রতিটি মা-বাবার কাছে সবথেকে আপনজন হচ্ছে ছেলে ও মেয়ে সন্তানই, ঠিক তাদের কাছেও আপন পিতা-মাতা। বাবার সাথে ছেলে ও মেয়ের বন্ধ টা আত্মার বন্ধুটা রক্তের তবে এই দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা মেয়েদের সাথে বাবার এক আত্মার অবিচ্যুত অংশ জুড়ে থাকে। স্বাভাবিকভাবেই একজন ছেলের চাইতে মেয়েদের ভালবাসা বাবার প্রতি বেশি হয়ে থাকে। তাই বাবা দিবসে বাবাকে নিয়ে মেয়েরা তাদের অন্তরের অন্তস্থল থেকে আদর ও মায়া-ময় ছোট কবিতা বাবাকে লিখতে পারেন। একই সাথে ছেলেরা পরিশ্রমওক্রান্ত মনে বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করার মধ্য দিয়ে লিখতে পারেন বাবাকে নিয়ে ছোট কবিতা।
বাবাকে নিয়ে লেখা কবিতা
আমরা বাঙালি জন্মগতভাবে তাই আমাদের মন সব সময় কাব্যিক প্রেমিক অর্থাৎ আমরা কাব্যকে কবিতাকে ভালোবাসি। তাইতো বিশেষ কিছু তিনে আমরা বিশেষভাবে কবিতা লিখতে পড়তে বা শুনতে অনেকটাই আগ্রহী অন্যান্য জাতির চাইতে। তাইতো আপনি আপনার প্রিয় বাবাকে বিশ্ব বাবা দিবসে ভালো বাজার প্রদর্শনে বাবাকে নিয়ে লিখতে পারেন কবিতা। যে কবিতার লেখা নিতে ফুটে উঠবে বাবার প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ও মায়া।