News

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ নীতিমালা, আবেদনের নিয়ম, পয়েন্ট

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ নীতিমালা, আবেদনের নিয়ম, পয়েন্ট জেনে নিন

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ নীতিমালা, আবেদনের নিয়ম, পয়েন্ট, যোগ্যতা, ফি ইত্যাদি দেখে নিন এখান থেকে। আপনি কি ২০৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে যাওয়া একজন শিক্ষার্থী? তাহলে অবশ্যই জানতে চাচ্ছেন একাদশ শ্রেণির বা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ কবে প্রকাশ হবে, একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে, ভর্তির আবেদনের শুরু ও শেষের তারিখ, অনলাইনে আবেদন ফরম পূরণ, ভর্তির ফি, কোন কলেজে কত পয়েন্ট লাগবে বা আবেদনের যোগ্যতা সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন।

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যা গত রোববার এক সভায় এই নীতিমালা ঠিক করা হয়। এবং অফিশিয়ালি একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশ করা হয় ৬ আগস্ট রবিবার সকাল ১০ টায়। এবারও মোট ৩টি ধাপে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবরে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। একাদশ শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু ১০ আগস্ট থেকে যা চলবে ২০ আগস্ট পর্যন্ত।

কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ pdf

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর, উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শুরু হতে চলেছে কলেজে ভর্তি আবেদন কার্যক্রম ২০২৩। এবারও আগের ন্যায় কলেজ ভর্তির জন্য গ্রহণ করা হবে না কোন ধরনের বাছাই পরীক্ষা। শুধুমাত্র শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ পয়েন্টের উপর ভিত্তি করে লটারির মাধ্যমে বাছাই করা হবে নির্ধারিত কলেজ। নিচের অংশে পিডিএফ ফাইল আকারে প্রকাশ করা হলো কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৩ নীতিমালা।

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

কলেজে ভর্তি শুরু কবে থেকে ২০২৩

২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (কলেজে) শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু ১০ আগস্ট, ২০২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ হতে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রায় ১৬ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে কলেজে।

কলেজে ভর্তি শুরু কবে থেকে

কলেজে ভর্তির ভর্তির আবেদন ২০২৩

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত ২৮ জুলাই, ২০২৩ তারিখে প্রকাশ করা হয়। এতে ৯ টি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। যার মাঝে গড়ে ৮০.৩৯ শতাংশ হারে উত্তীর্ণ/ পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণির কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবে।

শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে হবে।

কলেজে ভর্তির ভর্তির আবেদন

কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩ > সরকারী, বেসরকারী কলেজে ভর্তির যোগ্যতা

একাদশ শ্রেণির ভর্তির ফি, নিয়ম

একাদশ শ্রেণির ভর্তির ফি বাবদ অনলাইনে আবেদন করার সময় টেলিটক, বিকাশ, রকেট, নগদ, সোনালী ওয়েব, সোনালী ই–সেবা বা শিওরক্যাশের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে আবেদনে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে নিধারিত কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রকাশিত রেজাল্ট সীটে। তবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাতালিকা প্রকাশের পর সিলেকশন নিশ্চয়ন ফি হিসেবে ৩২৮ টাকা প্রদান করে প্রাথমিক নিশ্চায়ন শেষ করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তির ফি

গ্রুপ নির্বাচন যেভাবে

বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

 

6

একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন এমন অনেক শিক্ষার্থী জানে না কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তাই তাদের সুবিধার্থে নিচের অংশ তুলে ধরা হলো একাদশ শ্রেণীতে তথা কলেজে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে তার লিস্ট সমূহ।

  1. ভর্তি ফরম।
  2. এসএসসি মূল মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট – মূল কপি সহ ফটোকপি ২ কপি।
  3. এসএসসি মূল প্রসংশাপত্র বা টেস্টিমোনিয়াল – মূল কপি সহ ফটোকপি ২ কপি।
  4. এসএসসি মূল প্রবেশপত্র বা এডমিট কার্ড – মূল কপি সহ ফটোকপি ২ কপি।
  5. এসএসসি রেজিস্ট্রেশন কার্ড– ফটোকপি ২ কপি।

একাদশ শ্রেণির কলেজে ভর্তির যোগ্যতা ও পয়েন্ট ২০২৩ – ২০২৪

আপনারা অনেকেই জানতে চেয়েছেন একাদশ শ্রেণির কলেজে ভর্তির যোগ্যতা ও পয়েন্ট সম্পর্কে। এতে করে আমাদের কাছে প্রশ্ন করেছেন একাদশ শ্রেণীর কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ পয়েন্ট লাগবে? উল্লেখ্য যে, বিভিন্ন কলেজ, বিভিন্ন বিভাগে ভর্তির জন্য আলাদা ভর্তির যোগ্যতা ও পয়েন্ট চেয়ে থাকে। নিচে ক্রমান্বয়ে তুলে ধরা হলো একাদশ শ্রেণীর কলেজের ভর্তির ২০২৩-২৪ যোগ্যতা, কোন কলেজে কত পয়েন্ট লাগবে সেই তথ্যাবলীগুলো।

  • বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে;
  • ইংরেজি মাধ্যমের বিজ্ঞানের শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে;
  • ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪.৫ থাকতে হবে;
  • মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪ থাকতে হবে;
  • বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে জিপিএ কত

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button