Jobs Circular

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ PDF > বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ PDF > আবেদনের নিয়ম, ফি জমার পদ্ধতি জানুন!

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ প্রকাশ করা হয়েছে PDF ডাউনলোড করুন ও বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম সহ ফি জমাদানের পদ্ধতি জানুন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩০ নভেম্বর, ২০২৩ তারিখ ৪৬ তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি অনুস্থানিক ভাবে প্রকাশ করেছে। পিএসসি এর চেয়ারম্যান সোহরাব হোসাইন স্বাক্ষরিত একটি নোটিশের এবং পরবর্তীতে বিপিএসসি ওয়েবসাইটে ৪৬ তম বিসিএস নিয়োগের সার্কুলারটি পিডিএফ ফাইল আকারে তুলে ধরা হয়। এই আর্টিকেলে আমরা তুলে ধরবো ৪৬ তম বিসিএস সার্কুলারে আবেদন করায় নিয়ম, ফি জমা দেওয়া পদ্ধতি, পরীক্ষার ধরণ, প্রবেশপত্র ডাউনলোড সহ সম্ভাব্য প্রিলি পরীক্ষার সময়সূচি।

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ PDF

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। যার অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টা থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটে। ৪৬তম বিসিএসে বেশি পদ স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনে ক্যাডারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যাঁদের জন্মতারিখ ১৯৯৩ সালের ২ নভেম্বর এবং ২০০২ সালের ২ নভেম্বরের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

46 তম বিসিএসের ক্যাডার ভিত্তিক পদ সংখ্যা

৪৬ তম বিসিএসে ৩ হাজার ১৪০ পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। দ্বিতীয় সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৯২০ জনকে নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪ জনকে, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষে ৪৬তম বিসিএসের প্রাথমিক বাছাই প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা সম্ভাব্য আগামী মার্চ মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

পূর্ণ সার্কুলার পিডিএফ

অনলাইনে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০,১২,২০২৩ তারিখ, সকাল ১০.০০ মিনিট;
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.12.2013 তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট;
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ৩১.12.2023 তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ০৩.০১,২০২৪ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত), সময়ের মধ্যে ( বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না;

Applicant’s Copy তে বর্ণিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘণ্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমা দানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না। আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হলো।

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩

বয়সসীমা (Age limit): ১ নভেম্বর ২০২৩ তারিখে বয়স

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্ম তারিখ: ০২.১১.2002 থেকে 02.11.1৯৯৩ এর মধ্যে);
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: 02.11.200২ থেকে 02.11.১৯৯১ এর মধ্যে); বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ও বি. সি. এস. (কারিগরি শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্ম তারিখ: 02.11.200২ থেকে 02.11.1991 এর মধ্যে); প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পূরণ পদ্ধতি

প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইটে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং নির্ধারিত BPSC Form-1 দৃশ্যমান হবে। অনলাইন আবেদনপত্র (BPSC From 1 ) পূরণের বিষয়ে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিরোনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে প্রার্থীকে উক্ত নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে জেনে নিতে হবে। ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন:

  1. Application Form for General Cadres
  2. Application Form for Technical/Professional Cadres:
  3. Application Form for General and Technical / Professional (both) Cadres.

প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application form অংশে ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। অনুরূপভাবে, General and Technical/ Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে তাকে Both Cadre এর জন্য নির্ধারিত অংশটি ক্লিক করলে Both Cadre এর আবেদনপত্র দৃশ্যমান হবে। প্রার্থীর কাঙ্ক্ষিত BCS Application Form দৃশ্যমান হলে ফরমের প্রতিটি বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে।

BCS Application Form-এর ৩টি অংশ রয়েছে (I) Part-1 Personal Information (II) Part-2 Academic Qualification (III) Part-3 Cadre Option উল্লেখ্য, BCS Application Form পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং BCS Application Form এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন ২.৪ অনুচ্ছেদমতে যাচাইঅন্তে দাখিল করার পর কোন পর্যায়েই প্রার্থীর কোন ভুল তথ্য সংশোধনের সুযোগ থাকবে না।

ফি জমা দেয়ার পদ্ধতি

প্রথম sms: BCS <space> User ID লিখে send করুন 16222 নম্বরে

Example: BCS QRNTCBTP

Reply: Applicant’s Name. Tk-700 (Tk-100 for Physically Disabled. Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS Yes PIN and send to 16222.

দ্বিতীয় sms: BCS <space> Yes <space> PIN লিখে send করুন 16222 নম্বরে Example: BCS YES 12345678

Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for 46th BCS Examination 2023. User ID is (*) and Password (*).

N.B. : For Lost Password, Please Type BCS HELP SSC Board SSC Roll SSC Year and send to 16222

প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।

প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড

বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত sms বার্তায় প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে যথাসময়ে টেলিটকের মাধ্যমে sms বার্তায় জানিয়ে দেয়া হবে।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button