মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৩ > ১ম মেধা তালিকার ফলাফল (নিয়মিত)
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৩ PDF > ১ম মেধা তালিকার ফলাফল (নিয়মিত)
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৩ > ১ম মেধা তালিকার ফলাফল (নিয়মিত) পিডিএফ ডাউনলোড করুন এখানে থেকে। সবাইকে ওয়েলকাম করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তির ফলাফল ২০২৩ প্রকাশ বিষয়ক এই আর্টিকেলে। যেখানে আপনারা জানতে পারবেন NU মাস্টার্স ভর্তির রেজাল্ট কবে ও কখন দিবে এবং কিভাবে জানা যাবে তার নিয়মাবলী। ইতোমধ্যেই চলতি বছরের NU মাস্টার্স ভর্তির অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। গত ২০ নভেম্বর, ২০২৩ তারিখ NU মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার প্রেক্ষিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৩ নভেম্বর বিকাল ৪ টা হতে, যা শেষ হয় ৪ ডিসেম্বর, ২০২৩ রাত ১১.৫৯ টায়।
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nuatroll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। উল্লেখ্য যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
এবার NU মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় ৩ লাখের উপর শিক্ষার্থী। যাদের মাঝে অনেকেই জানে না মাস্টার্স ভর্তির রেজাল্ট ২০২৩ কিভাবে জানা যাবে তার নিয়মাবলী। অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ভিজিট করে খুব সহজ উপায়ে দ্রুত সময়ের মাঝে আপনি জানতে পারবেন মাস্টার্স ভর্তির রেজাল্ট। তাই নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসারন করে জেনে নিন আপনার কাঙ্ক্ষিত NU মাস্টার্স ভর্তি রেজাল্ট।
- প্রথমেই ভিজিট করুন ভর্তির ওয়েবসাইট www.nu.ac.bd/admissions
- এবার মাস্টার্স অপশনে প্রবেশ করুন।
- তারপর প্রিলিমিনারি থেকে মাস্টার্স (নিয়মিত) অপশনে যান
- আবেদন ভর্তি রোল এবং পিন দিয়ে লগইন করুন।
NU Masters Admission Result 2023 – 1st Merit List Result PDF
NU মাস্টার্স ভর্তির ফলাফল এসএমএসে
অনলাইনের পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও জানা যাবে NU মাস্টার্স ভর্তি ফলাফল। বিকাল ৪ টার পর মোবাইল থেকে এসএমএস করলে, ফিরতি মেসেজে মাস্টার্স ভর্তির মেধা তালিকার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। তাই নিচে দেখানো পদ্ধতি অনুসারন করে যেকোনো মোবাইল অপেরাতর এসএমএস করে জেনে নিন মাস্টার্স ভর্তির ফলাফল।
NU <space> ATMF <space> Roll number and send to 16222.
Example: NU ATMF 1234657 and Send to 16222.
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ১ম মেধা তালিকার ফল
২০২১-২২ শিক্ষাবর্ষের মাস্টার্স ফাইনাল ইয়ার ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান আজ ১২ ডিসেম্বর, ২০২৩ তারিখ অনুস্থানিকভাবে এ ফল ঘোষণা করেন। NU মাস্টার্স ভর্তির ১ম মেধা তালিকায় চান্স পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চায়ন করতে হবে আগামী ১৩ থেকে ১৮ ডিসেম্বর, ২০২৩ তারিখের মাঝে।
মাস্টার্স ভর্তির ২য় মেধা তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তিতে মোট ২টি মেধা তালিকার রেজাল্ট দেওয়া হয় যথা; ১ম ও ২য় মেধা তালিকা। এর মাঝে ১২ ডিসেম্বর NU মাস্টার্স ১ম মেধা তালিকা প্রকাশ করা হয়। উক্ত ১ম মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি অথবা ১ম মেধা তালিকায় যেসকল শিক্ষার্থীরা স্থান পাননি, তাদের জন্য আগামী ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখ NU মাস্টার্স ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে।