Admission Result

BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ pdf > সব ইউনিটের মেধা তালিকার ফল

BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ pdf > সকল ইউনিটের মেধা তালিকার ফলাফল

BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ pdf > BUP সকল ইউনিটের মেধা তালিকার ফলাফল খুব দ্রুত প্রকাশ হতে চলেছে। আপনাদের সকলকে আমন্ত্রণ যাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এর ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ সক্রান্ত এই আর্টিকেলে। আপনি যদি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিইউপি’ তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তাহলে এখন জানতে চান রেজাল্ট কবে দিবে এবং তা কিভাবে দেখা যাবে। তাই আপনাদের উদ্দেশে বলতে চাই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ অবধি দেখুন ও পড়ুন এতে করতে BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ PDF

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে BUP এর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। যা গত ১৯ ও ২০ জানুয়ারি উক্ত ২দিনে ৪টি অনুষদের ভর্তি পরীক্ষা ২টি শিফটে ভাগ করে নেওয়া হয়। যেখানে দিনের শুরুতে অর্থাৎ সকাল ১০ টা হতে ১১ টা এবং বিকাল ৩ টা হতে ৪ টা পর্যন্ত ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ৩০টি কেন্দ্রে। এবার ১২৫০টি শূন্য আসনে বিপরীতে BUP ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৫ হাজারের মতো প্রার্থী। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের একজন কর্মকর্তা জানান সকল অনুষদের ভর্তি পরীক্ষা শেষে, ইতোমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান আশা করা যাচ্ছে আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখে BUP ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষার রেজাল্ট 2024

চলতি বছর ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করা হয়। যার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল ১৭ ডিসেম্বর সকাল ১০ টা হতে এবং আবেদন জমাদান শেষ হয় ৪ জানুয়ারি, ২০২৪ তারিখ বিকাল ৫ টায়। এরপর লিখিত পরীক্ষা জন্য নির্বাচিত তালিকা ০৭ জানুয়ারী, ২০২৪ তারিখে প্রকাশ করা হয়। এবং সেই সাথে লিখিত পরীক্ষার প্রবেশপত্র admission.bup.edu.bd ওয়েবসাইটে ছাড়া হয় ১৪ জানুয়ারি।

যার ভিত্তিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা ২টি শিফটে নেওয়া হয়। যেভাবে ভর্তি পরীক্ষা অনুষদ ভিত্তি আলাদা ভাবে নেওয়া হয়েছে একই ভাবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি পরীক্ষার রেজাল্ট 2024 প্রকাশ করা হবে।

  • FBS (BBA and MBA): Admission Test Final Result, Session 2023-2024 : Download
  • FST: Admission Test Final Result, Session 2023-2024 : Download
  • FASS: Admission Test Final Result, Session 2023-2024 : Download

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৪ [৭ম শ্রেণিতে ভর্তির ফলাফল]

বিইউপি ভর্তির মেধা তালিকার ফলাফল ২০২৪

বিইউপি এর মোট ৪টি অনুষদ রয়েছে যথা; বিজনেস স্টাডিজ অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ ও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। এই সকল অনুষদের অন্তরালে যেসকল শাখা বা ইউনিট রয়েছে, তার ফলাফল বা মেধা তালিকা সেভাবেই ভিন্ন করে প্রকাশ করা হবে। এতে করে আপনি যে অনুষদ বা শাখা হতে এবারের বিইউপি / BUP ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তার ফল বা রেজাল্ট দেখে নিতে পারবেন।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের বিভিন্ন ধাপের ফলাফলের ভিত্তিতে BUP মেধা তালিকার চূড়ান্ত ফলাফল মূল্যায়ন করা হবে। এতে লিখিত পরীক্ষা – ৬৫%, মৌখিক পরীক্ষা (ভাইভার) – ১৫% এবং এইচএসসি ও সমমান ফলাফল- ০৫%, এসএসসি ও সমমান ফলাফল- ১৫% যুক্ত হবে।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button