ব্রাজিল Vs পেরু বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট
ব্রাজিল Vs পেরু বিশ্বকাপ বাছাই পর্বের খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট

ব্রাজিল Vs পেরু বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট জেনে নিন এখান থেকে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম পেরু। ইতোমধ্যেই ল্যাটিন অ্যামেরিকার এই দেশ দুটি বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। যেখানে ব্রাজিল বলিভিয়ার সাথে ৫-১ গোলে জয় পেলেও, পেরু গোল শূন্য ড্র করেছে পারাগুয়ের সাথে। এই আর্টিকেলে আমরা তুলে ধরব ব্রাজিল Vs পেরুর আজকের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সরাসরি লাইভ স্কোর আপডেট।
ব্রাজিল Vs পেরু ২০২৩
বর্তমান ফিফা রেংকিং এর 3 নাম্বারে রয়েছে ব্রাজিল, অপরদিকে পেরু রয়েছে ২১ নম্বরে। বাংলাদেশ সময় আজ ১৩ই সেপ্টেম্বর ২০২৩ তারিখ বুধবার সকাল ৮ টায় এস্তাদিও ন্যাশিওন্যাল ডি লিমা, স্টেডিয়াম পেরুতে একে, অপরের মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু। যে ম্যাচটির প্রায় ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের সকল টিকেট মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিক্রয় হয়ে গিয়েছে। কারণ ব্রাজিল বনাম পেরু এর নান্দনিক, ছন্দময় ফুটবল উপভোগের জন্য দর্শকেরা মুখিয়ে রয়েছে।
ব্রাজিল Vs পেরু বিশ্বকাপ বাছাইপর্ব খেলার সরাসরি লাইভ স্কোর আপডেট
ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি দেশের নাম কি হচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল, যাদের দখলে রয়েছে রেকর্ড সংখ্যক মোট ৫টি বিশকাপ ট্রফি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আজ নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তারা মাঠে নামবে পেরুর বিপক্ষে। পেরুর স্থানীয় সময় ৯ টায় শুরু হবে ব্রাজিল Vs পেরু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি। ব্রাজিল Vs পেরু ইতোমধ্যেই নিজেদের মাঝে মোট ৫১টি ম্যাচে একে, অপরের মোকাবেলা করেছে, যার মাঝে ব্রাজিলের জয় ৩৭টি ম্যাচ, পেরুর জয় ৫টি ম্যাচ, বাকি ৯টি ড্র হয়েছে।
তাই আজকের ব্রাজিল Vs পেরু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার আগে মুখোমুখি পরিসংখ্যানে অনেক এগিয়ে থেকেই মাঠে নামবে ব্রাজিল দল। আপনাদের জন্য আমাদের এই অংশের আয়োজন, ব্রাজিল বনাম পেরু আজকের ম্যাচের সরাসরি লাইভ স্কোর আপডেট। যেখানে ব্রাজিল ও পেরু ম্যাচের শুরুর প্রথমার্ধের কিকআপ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধের শেষ বাঁশি পর্যন্ত সকল মুহূর্তের ঘটনা, সর্বশেষ খবর এবং স্কোর আপডেট জানতে পারবেন এখান থেকে।

🔴 Brazil 1 – 0 Peru (Marquinhos 90′) [Full Time]
ব্রাজিল বনাম পেরু আজকের ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভিতে দেখায় উপায়
আমরা সকলেই অবগত আছি যে, ব্রাজিল জাতীয় ফুটবল দলের লক্ষ, কোটি সমর্থক রয়েছে পুরো বিশ্ব জুড়ে। এতে করে যখন ব্রাজিল দলের খেলা কোথাও অনুষ্ঠিত হয়, তা সরাসরি লাইভ দেখতে চায় এই সকল দর্শক, সমর্থকেরা। তাই অংশ হতে আমরা জেনে নিব ব্রাজিল বনাম পেরুর আজকের ম্যাচ সরাসরি লাইভ দেখায় উপায় অনলাইন ও টিভি চ্যানেলের মাধ্যমে।
উক্ত ব্রাজিল বনাম পেরু আজকের ম্যাচ স্যাটেলাইট টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করবে প্রায় ৩০টি দেশের ৪৫টি চ্যানেল। আপনারা যারা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত বা মধ্যপাচ্য দেশ থেকে এই ম্যাচটি দেখবেন তারা স্টার স্পোর্টস-৩ টিভি চ্যানেলে দেখতে পারবেন। ছাড়াও ব্রাজিল বনাম পেরু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনলাইনে দেখা যাবে ফেসবুক, ইউটিউব এবং একই সাথে সনি লাইভ অ্যাপস ও ফিফার অফিচিয়াল ওয়েবসাইটে সাবস্ক্রিপশন শর্ত ক্রয় করে।



