[ফল দেখা যাচ্ছে] কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪ pdf উত্তীর্ণ প্রার্থীদের তালিকা
দক্ষিণ কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪ pdf উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও চূড়ান্ত নিবন্ধনের সময়সূচি ও বিবরণ
কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪ pdf উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও চূড়ান্ত নিবন্ধনের সময়সূচি ও বিবরণ প্রকাশ করেছে বোয়েসেল। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) কর্তৃপক্ষ BOESL দক্ষিণ কোরিয়ার লটারি ফলাফল ২০২৪ প্রকাশ করেছে ০৭ মার্চ, রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায়। যেখানে প্রাথমিক মেধা তালিকায় অনলাইন আবেদন নিবন্ধন হতে উত্তীর্ণ হয়েছে বিশ হাজার, এছাড়াও অপেক্ষমান তালিকায় রয়েছে সাত হাজার প্রার্থী। তুলে ধরব কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪ বা ফলাফল চেক করার নিয়ম। এবং দক্ষিণ কোরিয়া লটারির নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি পরবর্তী পরীক্ষার সময়সূচি ও বিবরণ।
কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪
আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশ হতে দক্ষিণ কোরিয়া বিভিন্ন কাজে শ্রমিক নিয়ে থাকে বোয়েসেল লটারির মধ্য দিয়ে। যার প্রেক্ষিতে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে বোয়েসেল লটারি অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ৪ মার্চ সকাল ১০ টা থেকে ৫ই মার্চ বিকাল ৪ টা পর্যন্ত। দুদিন ব্যাপী অনলাইন নিবন্ধন শেষে, দুই দিন পর প্রকাশ করা হলো কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪।
দক্ষিণ কোরিয়া লটারি অনলাইন আবেদন নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ২০২৪ pdf
সংশ্লিষ্ট সকলে অবগত আছেন যে, ইপিএস কর্মসূচীর আওতায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-২০২৪ অংশগ্রহণের জন্য গত ৪ মার্চ ২০২৪ সকাল ১০টা থেকে ৫ মার্চ ২০২৪ বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইটে ১,৬৬,৫১৬ জন প্রার্থী সঠিকভাবে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। উক্ত প্রার্থী থেকে ২০০০০ (বিশ হাজার) জন প্রার্থীকে কোরীয় ভাষা পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর পরিচালক কর্তৃক লটারির মাধ্যমে অপেক্ষমাণ ৭০০০ জনসহ মোট ২৭,০০০ (সাতাশ হাজার) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে, যার তালিকা নিম্নে তুলে ধরা হলো pdf/ পিডিএফ ফাইল আকারে।
BOESL কোরিয়া লটারি উত্তীর্ণ প্রার্থীদের তালিকা pdf
বোয়েসেল কোরিয়া লটারি রেজাল্ট/ ফলাফল ২০২৪ চেক দেখায় নিয়ম
আপনি কি বোয়েসেল ইপিএস টপিক অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশনের কোরিয়ান লটারি রেজাল্ট ২০২৪ জানতে চাচ্ছেন? তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে দক্ষিণ কোরিয়ার লটারি রেজাল্ট ২০২৪ চেক করার, দেখার নিয়ম বা পদ্ধতি।
- প্রথমেই বোয়েসেল অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন
- এবার মাঝের অংশে থাকা নোটিশ বোর্ড মেনুতে চোখ রাখুন
- কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৪ (লটারি)’তে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ ও নির্দেশিকা সংক্রান্ত নোটিশ পাবেন
South Korea EPS Topik Result 2024 Link > South Korea BOESL Lottery Result
লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সূচি ও বিবরণ
দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন- ২০২৪ (লটারি)’তে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা। চূড়ান্ত নিবন্ধন শুরু হবে আগামী ১৩ মার্চ ২০২৪ খ্রি. তারিখ সকাল ৮.৩০ থেকে। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের প্রদত্ত ক্রমিক নম্বর অনুসারে নিম্নে উল্লিখিত প্রমাণাদিসহ (ফরমেট # ১ ও ২) ও নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী ব্যক্তিগতভাবে হাজির হয়ে প্রবাসী কল্যাণ ভবনের ২য় তলায়, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-এ চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে প্রবেশপত্র গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো: এ সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ নোটিশ অদ্য বিকাল ৪ ঘটিকার মধ্যে প্রচার করা হবে। নিম্নবর্ণিত অপেক্ষমাণ ৭০০০ জনসহ মোট ২৭,০০০ (সাতাশ হাজার) জন (মূল তালিকা: ক্রমিক নং ১ থেকে ২০০০০ এবং অপেক্ষমাণ তালিকা ক্রমিক নং ২০০০১ থেকে ২৭০০০ পর্যন্ত)