বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী, বক্তব্য, কার্ড, ব্যানার ও পোস্টার
বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী, বক্তব্য, কার্ড, ব্যানার ও পোস্টার ২০২৩
বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী, বক্তব্য, কার্ড, ব্যানার ও পোস্টার ছবি ডাউনলোড করুন এখান থেকে। বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আর্টিকেলটি। যেখানে আমরা শেয়ার করব চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মহান বিজয় দিবসে স্মৃতিকথা। এই বিজয় দিবসের সাথে মিশে আছে বাঙালি জাতির ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের কথা। এছাড়াও অনুষ্ঠিত রয়েছে লক্ষ্য মা বোনের সম্ভ্রমের ত্যাগ। তাই প্রতিবছর আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালন করে থাকি আমাদের ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা
প্রতিটি বিজয় দিবস আমাদের কাছে শুভেচ্ছা বার্তা, বাণী ও ভালোবাসা বয়ে নিয়ে আসবে। কেননা বাঙালি জাতি হিসেবে আমরা গৌরবময় ইতিহাসের মধ্য দিয়ে অর্জন করেছি এই বিজয় দিসব। তাইতো বিজয় দিবসের ভোরে বা সকালে প্রিয় মানুষদের সাথে আমরা বিজয় দিসবসের শুভেচ্ছা বার্তা ও বাণী বিনিময় করে থাকি। তাই এই অংশে আপনাদের জন্য রইল ২০২৩ সালের মহান বিজয় দিসবসের কিছু শুভেচ্ছা বার্তা ও বাণী।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।
সুধি,মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।
মহান বিজয় দিবসের স্ট্যাটাস ও ক্যাপশন
বর্তমান সময়ে মহান বিজয় দিবস সহ যেকোন ধরনের দিবস আমরা পালন করে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, youtube ও instagram এ মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ও ক্যাপশন উল্লেখ করি। যার ফলে আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সকলের সাথে মহান বিজয় দিবসে সৌন্দর্য তথা উপলক্ষে কি ভাগাভাগি করে নেওয়া যায়। তবে এর জন্য প্রয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দর ফেসবুক স্ট্যাটাস, যার ফলে ফুটে ওঠে বাঙ্গালী জাতির ত্যাগের কথা অর্জনের কথা।
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান । প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান । মোদের দেহে থাকতে রক্ত , বৃথা যাবেনা শহীদদের দান । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস । আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই । মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।
১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।
প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ…।” সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের উক্তি, বাণী ও বক্তব্য
আমাদের মহান বিজয় দিবস যে আমরা ১৬ ডিসেম্বর পালন করে থাকি। ২০২৩ সালে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপিত করতে নানা উৎসবের মধ্য দিয়ে। এই মহান ১৬ই ডিসেম্বর তথা বিজয় দিবস নিয়ে বহু মনীষী কবিদের গল্পগাথা, উক্তি ও বাণী রয়েছে যারা তা বিভিন্ন সময় দিয়েছেন। এছাড়াও বাঙালি জাতি যখন পাকিস্তান হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধে ছিল তখন তাদের উক্তি, বাণী গুলো মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছিল। চলুন এক নজরে দেখে নেয়া যাক ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে এমন কিছু উক্তি বাণী ও সংক্ষিপ্ত বক্তব্য।
১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।
বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।
প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় দিবসের কার্ড, ব্যানার ও পোস্টার ডিজাইন
জাতিগতভাবে আমরা বাঙালি আর এই বাঙালিয়ানা অর্জন করতে হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। তাইতো বাংলাই জাতি আজও অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে পালন করে থাকে বিজয় দিবস। এই মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনের জন্য আমরা কার্ড, ব্যানার ও পোস্টার ডিজাইন করে থাকি। এতে করে বিজয়ের কল্পকথা লাল সবুজের পতাকা মুক্তিযোদ্ধাা শহিদের নানার দিক ফুটে উঠে এই কার্ড, ব্যানার ও ফেস্টুন বা পোস্টার ডিজাইনে।
আজ ১৬ ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা…১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগেরবিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র,
তাদের রুহের মাগফিরাতকামনা করছি।শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।
মুক্তির লাল সবুজ উল্লাসেপাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিতন মাসের লালিত ক্ষোভের দাবানলেক্ষয় হয়ে যাকমনের সব নীচতা, মৌনতা, হীনতাসবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা…