News

BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি

BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি দেখুন!

BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি জানুন এই আর্টিকেলের পুরোটি জুড়ে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) পক্ষ থেকে, কেননা এই আর্টিকেলে আমরা তুলে ধরব বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ অনলাইন আবেদন রেজিস্ট্রেশন পদ্ধতি, ইপিএস রেজিস্ট্রেশন করার সঠিক নিয়ম কানুন। এতে করে আপনারা কোন ভোগান্তি ছাড়াই দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ এ আবেদন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন একই সাথে বিকাশ পেমেন্ট করার উপায়ও তুলে ধরা হবে।

eps.boesl.gov.bd ইপিএস রেজিস্ট্রেশন ২০২৩

ক্রমেই প্রতিবছর বাংলাদেশী শ্রমিকদের কাছে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার হয়ে উঠছে জনপ্রিয় ও প্রশংসার। কেননা এখন বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারির মাধ্যমে প্রতিবছর বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হচ্ছে সেখানে। এতে করে যেমন একদিকে বাংলাদেশের শ্রমিকেরা লাভবান হচ্ছে অন্যদিকে দক্ষিণ কোরিয়াও তাদের শ্রম বাজারে এক ধরনের নতুন বৈচিত্র পাচ্ছে। আমরা জানবো কিভাবে একজন বাংলাদেশী শ্রমিক ইপিএস eps.boesl.gov.bd রেজিস্ট্রেশন করতে পারে দক্ষিণ কোরিয়া লটারিতে। যার মাধ্যম দিয়ে তারা ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে ফলাফল প্রদান করা হবে।

বোয়েসেল দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি

বাংলাদেশী শ্রমিকদের কাছে বোয়েসেলের দক্ষিণ কোরিয়ার লটারি যেন এখন সোনার হরিণ হয়ে গেছে। কেননা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে নিশ্চিত করেছে তারা এখন থেকে প্রতিবছর কুরিয়ার এ লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে। যার প্রথম ধাপ অনুসারে আপনাকে দক্ষিণ কোরিয়ার লটারি আবেদন রেজিস্ট্রেশন করতে হবে। এ অংশে আমরা দেখে নিব কিভাবে বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ অনলাইন আবেদন করতে হয় তার পদ্ধতি সমূহ।

  • সবথেকে প্রথমে, এই লিংকে ক্লিক করুন: BOESL EPS UBT Registration Link 2023
  • একবার ওপেন হলে, “New Job Seeker Registration” বা “নতুন নিবন্ধন” বাটনে ক্লিক করুন।
  • আপনার পাসপোর্ট নম্বর, ইমেইল ঠিকানা এবং সিকিউরিটি কোড প্রবেশ করান। তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  • আপনার নিবন্ধনের বিস্তারিত পৃষ্ঠা খুলবে। এখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত দিতে হবে। আপনার সঠিক তথ্য প্রবেশ করান এবং নিবন্ধন ফরম সাবমিট করুন।
  • এবার, নিবন্ধন ফরম জমা দেওয়ার পরে, আপনাকে আপনার ইমেইল ঠিকানায় একটি লিঙ্ক পাঠানো হবে। আপনার ইমেইল চেক করুন এবং লিঙ্কটি ফলো করুন।
  • এবার, আপনার নিবন্ধ জন্য ভিজিট করুণ এখানে রেজিস্টেশন অনলাইন

eps.boesl.gov.bd BOESL Registration 2023 Apply Online

BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন লিংক

আপনি কি বোয়েসেল দক্ষিণ কোরিয়ার লটারির আবেদন করতে চান? তাহলে অবশ্যই এখন জানতে চাচ্ছেন কিভাবে দক্ষিণ কোরিয়ার লটারিতে আবেদন করতে হয় তার নিয়মসমূহ। এবং একই সাথে অনেকে খুঁজছেন BOESL দক্ষিণ কোরিয়ার লটারিতে আবেদনের লিংক। যাতে করে কোনরকম সার্ভার লোড ছাড়াই আপনারা নির্দ্বিধায় দক্ষিণ কোরিয়া লটারিতে আবেদন দাখিল করতে পারেন সেই LINK লিংকসমূহ তুলে ধরা হলো।

দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন করার নিয়ম

আপনারা সকলেই অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৩ এর আবেদন শুরু হয়েছে যা ৬ জুন, মঙ্গলবার সকাল সকাল ৮ টা থেকে শুরু হয়, এবং শেষ হবে আগামী ৮ জুন, ২০২৩ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায়। তাই বর্তমান সময়ে বোয়েসেল http://eps.boesl.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে সকলে ইপিএস দক্ষিণ কোরিয়ার লটারিতে আবেদন করার চেষ্টা চালাচ্ছে এদিকের অনেক সময় সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই আপনি খুব দ্রুত সময়ে সহজ উপায়ে লক্ষীপুরের লটারি তে এসে আবেদন করতে পারবেন আমাদের প্রকাশিত উপরের নিয়ম অনুসরণ করে এবং একই সাথে এই অংশে নিয়মে দেখতে পাবেন কিভাবে আবেদনের পর বিকাশ দ্বারা পেমেন্ট করবেন।

  1. বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন
  2. ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন
  3. আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান
  4. আপনার পেমেন্ট-এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান
  5. আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিন
  6. পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
  7. পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফারমেশন পাবেন
  8. অ্যাপে দেখে নিতে পারেন পেমেন্টের ডিজিটাল রিসিট
  9. ছবির সাইজ : ৩০০ রেজুলেশন, wide: 270, hight: 347, KB 14, JPGE
  10. পাসপোর্ট সাইজ : 600X403 Pixel, 60 KB, JPGE

BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন লিংক EPS অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি তুলে ধরা হয়েছে। আশা করছি এতে করে আপনারা যারা এই লটারিতে আবেদন করবেন তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button