আজকের ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভি চ্যানেলে
আজকের ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভি চ্যানেল
আজকের ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভি চ্যানেলে কিভাবে দেখা যাবে জেনে নিন। ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। যাদের প্রতিপক্ষ দক্ষিণ মধ্য আমেরিকার দেশ বলিভিয়া। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ভাল না কাটলেও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দল নতুন করে সাজানো হয়েছে।
ব্রাজিল Vs বলিভিয়া ম্যাচে ব্রাজিলের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্লুমিনেন্সের ফের্নান্দো দিনিস, এটি তার ব্যক্তিগত প্রথম ম্যাচ। এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করবো ব্রাজিল বনাম বলিভিয়ার আজকের খেলা অনলাইন ও টিভি চ্যানেলে কোথায়, কিভাবে সরাসরি লাইভ দেখবেন তার তথ্য উপাত্ত নিয়ে।
ব্রাজিল Vs বলিভিয়া ফুটবল খেলা 2023
বিশ্বের উন্নতম ফুটবল পরাশক্তি দেশের কথা আসলেই সেখানে প্রথম আসে ব্রাজিল জাতীয় দলের কথা। কারণ তারা সব থেকে বেশি ৫ বার ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছে। তবে ব্রাজিল দলের বর্তমান সময়, পারফরমেন্স খুব একটা ভাল যাচ্ছে না। পরপর ৩টি বিশ্বকাপ হতে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, যা তাদের নামের পাশে বেমানান! সেই ব্রাজিল দলই ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে বলিভিয়ার বিপক্ষে নিজের ১ম মিশনে নামছে, যেখানে কাতার বিশ্বকাপের পর প্রথম মাঠে দেখা যাবে দলটির তারকা খেলোয়াড় নেইমান জুনিয়রকে। ব্রাজিলের খেলা কবে ২০২৩ বাংলাদেশ সময় বিশ্বকাপ বাছাই ম্যাচ কোথায়, কখন দেখে নিন।
আজকের ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ সরাসরি লাইভ আপডেট
আজ ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রোজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৬ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ। যা ব্রাজিলের ঘরের মাঠ এস্টাডিও এস্টাডুয়াল জর্নালিস্তা এডগার অগাস্টো প্রোয়েনসা, স্টেডিয়ামে বসে উপভোগ করবে প্রায় ৯০ হাজার দর্শক। তবে অনেকেই রয়েছে আজকের ব্রাজিল বনাম বলিভিয়া খেলাটি মাঠে বসে দেখতে পারবে না, যাদের জন্য আমরা পুরো ম্যাচ জুড়ে সরাসরি লাইভ আপডেট নিয়ে উপস্থিত থাকবো।
Brazil 5 – 1 Bolivia (Rodrygo 24′, 53, Raphinha 47′, Neymar 61′, 90+3′)
ব্রাজিল বনাম বলিভিয়া বিশ্বকাপ বাছাই খেলা অনলাইন ও টিভি চ্যানেলে
আপনি কি জানতে চান ব্রাজিল Vs বলিভিয়া বিশ্বকাপ ২০২৬ বাছাই পর্বের খেলাটি অনলাইনে এবং কোন টিভি চ্যানেলে দেখাবে? যাতে করে ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচটি প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধের পুরো ৯০ মিনিট একযোগে উপভোগ করতে পারেন।
বাংলাদেশে অবস্থানরত ব্রাজিল সমর্থকের জন্য একটু দুঃসংবাদ এই যে, ব্রাজিল ও বলিভিয়ার মধ্যকার খেলাটি দেশীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে আজকের ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচটি স্টার স্পোর্টস টিভি চ্যানেল ও অনলাইনে সনি লাইভ আপসের মাধ্যমে সরাসরি লাইভ ঘরে বসে দেখা যাবে।