ঢাবি গ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৩ প্রকাশ > ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ফলাফল
ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশ > ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ফলাফল
ঢাবি গ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৩ প্রকাশ > ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ফলাফল দেখুন নিচের অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৪১ হাজার ৩৬৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন (পাসের হার ১১ দশমিক ৮৪), বাকি ৮৮ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ৯৩০ জন পরীক্ষার্থী এবার এ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষা রেজাল্ট ২০২৩ প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষা রেজাল্ট ২০২৩) -এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার রেজাল্ট আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
এর আগে, গত ১৩ মে, ২০২৩ এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই ইউনিটে ব্যবসায়, মানবিক ও বিজ্ঞান বিভাগের মোট ৪১ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৩৯ জন প্রতিযোগী। এর মধ্যে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের জন্য যথাক্রমে ৯৫, ২৫ এবং ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম আদমজী ক্যান্টমেন্টের মেহরাজ। নৈর্ব্যক্তিক, লিখিত এবং মাধ্যমিক ও মাধ্যমিকের রেজাল্টের ওপরে ভিত্তি করে মোট ১২০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছেন ১০৫ দশমিক ৩৫ নম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের ভর্তি রেজাল্ট ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১ থেকে ১ হাজার ১০০ মেধাক্রম পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০ জুন বিকেল ৩টা থেকে ২৫ জুন বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ১০ থেকে ১৫ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে।
DU গ ইউনিট ভর্তি রেজাল্ট ২০২৩ > ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ফলাফল জানার উপায়
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।