News

গুচ্ছের A ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ > পাসের হার ৪৩.৩৫%

গুচ্ছের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ > পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছের A ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশিত হয়েছে। যা আজ রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি প্রকাশ করে। উক্ত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। ক ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন৷ পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন। অকৃতকার্য হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন৷ পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ৮৮ জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩০৪ জন।

ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন শাহরিয়ার আলম পাটওয়ারী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬.৫০। তিনি স্কলার্সহোমের শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি। উল্লেখ্য যে, ক ইউনিটের অধীনে গত ৩০ শে জুলাই ২০২২ তারিখ শনিবারের ভর্তি পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

গুচ্ছ ভর্তি ক ইউনিট পরীক্ষার মেরিট লিস্ট রেজাল্ট ২০২৩

উক্ত বিজ্ঞান অনুষদের এ ইউনিটের পরীক্ষা পরীক্ষা মোট ১ ঘণ্টা তথা ৬০ মিনিট সময় ধরে নেওয়া হয়। যেখানে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হয় (পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান মিলিয়ে ৬০ নম্বর) এবং বাংলা গণিত ও সাধারণ জ্ঞান মিলিয়ে বাকি ৪০ নম্বর। গুচ্ছের ক ইউনিটের মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের পুনরায় তাদের পছন্দমত বিশ্ববিদ্যালয় ও সাবজেক্টে আবেদন করতে হবে। যার ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটি কলেজ ও বিষয় নির্ধারণ এর ফলাফল প্রকাশ করবে।

এ সময় শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও বাণিজ্য বিভাগের অধিকর্তা অধ্যাপক ফরিদুল ইসলামসহ ইউনিটভুক্ত সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গুচ্ছ ক ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট মেধা ও অপেক্ষামান তালিকা

ফলা দেখবেন যেভাবে

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইটে (www.admission.ac.bd) প্রবেশ করে Admission মেন্যুতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি (https://admission.ac.bd/Login/) লিংকে প্রবেশ করে Applicant Login মেন্যুতে Applicant ID ও শিক্ষার্থীদের Password দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই শিক্ষার্থীরা পরীক্ষার রেজাল্ট, পজিশন, প্রাপ্ত নম্বর ও সাক্ষাতের তারিখ দেখতে পারবেন।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button