News

NU অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২৩ আবেদন কবে ? চান্সের টেকনিক

NU অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২৩ আবেদন কবে ? চান্সের টেকনিক জানুন!

NU অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২৩ আবেদন কবে ? চান্সের টেকনিক জেনে নিন এখান থেকে সহজেই। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদনের জন্য অপেক্ষা করেছেন তাদের জানায় স্বাগতম। এই আর্টিকেলে আমরা আলোচনা করব অনার্স ২য় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু ২০২৩ হবে, দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে।

NU অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২৩

অনার্স ১ম বর্ষের ভর্তি কার্যক্রমে বর্তমানে চলছে ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২৩। আপনারা সকলেই অবগত আছেন যে, ইতোমধ্যেই অনার্স ভর্তির ১ম রিলিজ স্লিপের আবেদন শেষে তার ফলাফল গত ২৭ জুলাই প্রকাশ করা হয়। অনার্স ১ম রিলিজ স্লিপের ভর্তি ২৭ জুলাই থেকে ০৬ অগাস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত চলবে, যার চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে ৮ই আগস্ট তারিখের মধ্যে। যা শেষে NU অনার্স ২য় রিলিজ স্লিপ প্রকাশ হবে সম্ভাব্য আগামী ২৩ অগাস্ট, ২০২৩ তারিখে রোজ বুধবার।

অনার্স ২য় রিলিজ স্লিপ 2023 আবেদন কবে

২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন কবে থেকে শুরু হবে? এমন প্রশ্ন অনেক শিক্ষার্থী করছে। যারা চলতি বছরের অনার্স ভর্তির মেধা/ অপেক্ষামান তালিকা সহ ১ম রিলিজ স্লিপে স্থান পায়নি। এখন বর্তমানে তাদের আবেদন করতে হবে অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপে। উল্লেখ্য যে অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২৩ আবেদন শুরু হবে সম্ভাব্য আগামী ২৪ই আগস্ট বিকাল ৪ টা থেকে যা চলবে ৩১ অগাস্ট, 2023 তারিখ রাত ১২ টা পর্যন্ত।

♦️অনার্স ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হবে যা চলবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

👉রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে?

১) ১ম ও ২য় মেধা তালিকায়, ১ম রিলিজ স্লিপে স্থান পায়নি;
২) ১ম বা ২য় মোধা তারিকায়, রিলিজ স্লিপে স্থান পেয়েও ভর্তি হয়নি
৩) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন।
🚫রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন না?
১) যারা প্রাথমিক আবেদন করে নাই
২) প্রাথমিক আবেদন করছে কিন্তু ২৫০ টাকা পেমেন্ট করে নাই
৩) যারা চান্স পেয়ে ভর্তি হয়েছে।

💯ডিগ্রি এবং রিলিজ স্লিপের আবেদন দুইটা এক সাথে করা যাবে, কোন সমস্যা হবে না।

অনার্স ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপ

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন পদ্ধতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন পদ্ধতি গুলো ক্রমান্বয়ে নিচের অংশে তুলে ধরা হল।

  • রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
  • এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।
  • আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না এবং কোন ফি প্রদান করতে হবে না।
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button