সৌদি আরব রমজানের সময় সূচি 2025 : আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়
সৌদি আরব রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়

সৌদি আরব রমজানের সময় সূচি 2025 : আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় : সৌদি আরবের রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ ও তাবুক জেনে নিন। আহলান সাহলান মাহে রমাদান প্রিয় সৌদি আরব বাসী, আপনাদের জানায় অন্তরের অন্তস্থল হতে। আপনারা জানেন যে, ২০২৫ সালের পবিত্র মাহে রমজান মাস, এখন আমাদের মাঝে বিরাজমান। কারণ সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের রোজার চাঁদ দেখা গেছে।
যা ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় রিয়াদের আকাশে যার সন্ধান মিলে। এতে করে অফিচিয়ালি সৌদি আরবে ১ মার্চ, ২০২৫ তারিখ (শনিবার) রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে। ইতোমধ্যেই সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা সিয়াম পালনের উদ্দেশে সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৫ আজকের ইফতার ও সেহরির শেষ সময় জানতে চায়।
সৌদি আরব আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
পবিত্র মাহে রমজান মাস আমাদের প্রতিটি মুসলিম ভাই ও বোনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না এটা আমাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস, যেখানে ক্ষমা পাবার বিশাল সুযোগ রয়েছে। তাই আমাদের প্রতিটি মুসলিমদের উচিদ এই মাসটিতে বেশি করে আল্লাহ্র দিকে আগ্রসর হওয়া। কারণ জীবনে আবার রমজান মাস পাবো কি না, আমরা জানি না, তাই এই মাসকে কাজে লাগাতে হবে পুঙ্খানুপুঙ্খু ভাবে।
তাই আপনাদের মধ্যে প্রবাসী হিসেবে যারা বাংলাদেশী হয়ে সৌদি আরবে রয়েছেন, তারা কাজের মধ্য দিয়েও মাহে রমজান মাসের সকল রোজা করবেন। ইনশাআল্লাহ্ আল্লাহ্ আপনাদের কাজ গুলো সহজ করে দিবেন, রমজানের রোজা রাখার জন্য সৌদি আরব আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ দেখে নিন।
সৌদি আরব রমজানের সময় সূচি 2025 মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ ও তাবুক
বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীদের দিক থেকে সৌদি আরব সবার প্রথমে রয়েছে। এই দেশটিতেই জন্ম গ্রহণ করেছিলেন আমাদের প্রাণের অধিক প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। এই সৌদি আরবেই মুসলিমরা প্রতি বছর মক্কা ও মদিনা নগরীতে আসে পবিত্র হজ্জ ও উমরাহ্ পালনের উদ্দেশে। এছাড়াও সৌদিতে প্রায় সাড়ে ১৬ লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছে, যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে। তাই যখন তারা মাহে রমজান মাস পায়, তখন একজন মুসলিম হিসেবে ফরজ রোজা করতে হয়। এতে করে দরকার রমজানের সময় সূচি 2025 সৌদি মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ ও তাবুক সহ সকল শহরের যেখানে আমাদের ভাইয়েরা রয়েছে।
সৌদি আরব ইফতার টাইম ২০২৫
ইফতার রমজানের রোজা সহ সকল রোজা বা সিয়ামের একটি অংশ, যার মধ্য দিয়ে রোজা পূর্ণ হয়। সাধারণত মাগরিবের আযানের সাথে ইফতার করতে হয়। যেহেতু সৌদি আরব একটি বড় দেশ, তাই প্রতিটি শহরের ইফতারের সময় সূচি আলাদা ১ থেকে ৫, ১০ মিনিট করে। সৌদি আরবের আজকের ইফতার টাইম সন্ধ্যা ০৬:০৩ টায়।
সৌদি আরবের সেহরির শেষ সময় ২০২৫
সেহরি একটি বরকত ময় খাবার, যা সাধারণত সিয়াম বা রোজা রাখার নিয়তে খেতে হয়। চলছে পবিত্র মাহে রমজান মাস, যার রোজা রাখতে ভোরে উঠে আমাদের সেহরি করতে হবে। এতে করে জেনে নিতে হবে সৌদি আরবের স্থানীয় সময় অনুসারে সেহরির সময় সূচি গুলো। সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ অনুসারে আজকের সেহরির শেষ সময় ভোর ০৫:০৭ টায়।