Sports

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি > বাংলাদেশের খেলা কবে, কোথায় হবে দেখুন!

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি > বাংলাদেশের খেলা কবে, কোথায় হবে? জেনে নিন!

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি > বাংলাদেশের খেলা কবে, কোথায় হবে দেখুন! ক্রিকেট প্রিয় বাঙালি থেকে শুরু করে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর্টিকেলটি। যেখানে আমরা তুলে ধরব ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট এর সময়সূচি, ম্যাচ ফিক্সচার বা সিডিউল। আপনারা সকলেই অবগত আছেন যে, আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বের সবথেকে জনপ্রিয় ও বড় আসর একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর বসবে ভারতে।

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

দরজায় কড়া নামছে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজকদের নির্ধারিত হয়েছে ভারত। এবার মিলিয়ে মোট ১৩ বার অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ যেখানে অংশগ্রহণ করবে ১০টি দেশ যার মাঝে ৮টি দেশ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা) ইতোমধ্যেই সুপার লিগের শীর্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণের নিশ্চয়তা অর্জন করেছে। তবে বিশ্বকাপের অন্য ২টি দল নির্ধারণে আগামী ১৮ জুন থেকে ১০টি দল লড়বে জিম্বাবুয়ের মাঠে, ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটায় জানায়।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি

বাংলাদেশ ভারতসহ পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে টিকিট পাগল দর্শক সমর্থক, যারা ভালোবাসে ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেটের প্রতিটি মুহূর্তকে। তাদের জন্যই এবার অনুষ্ঠিত হতে চলেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। ভারতে বসা এই আসনটির অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুসারে এবারের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ আগামী ৫ই, অক্টোবর ২০২৩ তারিখে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্য দিয়ে শুরু হবে। মোট ৪৮টি ম্যাচের এ টুর্নামেন্ট গড়াবে ১৩টি স্টেডিয়ামে (আহমেদাবাদ, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর এবং মুম্বাই) ১৯ই নভেম্বর, ২০২৩ তারিখে ফাইনাল মধ্য দিয়ে যার পর্দা নামবে এই টুর্নামেন্টের।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশের খেলা কবে, কোথায় হবে

বাংলাদেশ যারা অত্যন্ত ক্রিকেট প্রিয়, ক্রিকেট পাগল বা ক্রিকেটের ভক্ত জনতা। এদেশের কোটি কোটি মানুষ ভালোবাসে ক্রিকেটকে, ধারণ করে মনে প্রাণে। তাই স্বপ্নের একটি প্রহর জুড়ে রয়েছে এই ক্রিকেট। বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ইতিমধ্যেই সুপার লিগের তিনে থেকে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই অংশে আমরা জানবো ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশের খেলা কবে, কখন, কোথায় ও কোন দলের সাথে।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি

২০২৩ ODI ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে আলাদা কোন গ্রুপ নেই। যেখানে লীগ পর্বে প্রতিটি দল ৯টি ম্যাচ খেলবে (একে – অপরের সাথে ১ বার করে মুখোমুখি হবে)। যেখানে ৮টি দল সরাসরি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে আগেই। অন্য ২টি দলকে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে। যাদের বাছাই পর্বের খেলা আসন্ন টুর্নামেন্টটিকে সামনে রেখে জিম্বাবুয়ের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথা; হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব এবং তাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব। ইতিমধ্যে দলগুল নিয়ে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ: ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেপাল, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অপরদিকে গ্রুপ বি: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Classresultbd

Classresultbd.com is an Educational portal in Bangladesh. Provide all type exam result & latest news. For more Updates ‘Follow us’ on Social Media.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button